এলাকা সন্ত্রাসমুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য

দামুড়হুদার দলিয়ারপুরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ক সভায় ওসি কামরুজ্জামান

 

দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার দলিয়ারপুরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও এলাকায় আইনশৃঙ্খলার উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এলাকার প্রবীণ আ.লীগ নেতা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান। তিনি বলেন, দামুড়হুদা থানা এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপত্তার দায়িত্ব আমার। তাই আমি এ এলাকায় কোনো সন্ত্রাস রাখবো না। যুগের পরিবর্তন এসেছে। অপরাধী যতোই চালাক হোক না কেন তাদের দ্রুত মোবাইল ট্রাকিঙের মাধ্যমে গ্রেফতার করা সম্ভব। যদি কোনো অপরাধী ভালো হওয়ার অঙ্গীকার করে তবে পুলিশ তাকে সুযোগ দেবে। পুলিশ জনগণের বন্ধু তাই পুলিশের কাজে সহায়তা করুন। তিনি আরো বলেন, এ উপজেলার গোপালপুর, কলাবাড়ি, রামনগর, দলিয়ারপুর ও মজলিশপুর যখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে হিসেবে গড়ে উঠেছিলো তখন এলাকার নিরাপত্তার স্বার্থে দলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয়েছিলো অস্থায়ী পুলিশ ক্যাম্প। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে ব্যাপক অসুবিধার কথা মাথায় নিয়ে এলাকাবাসী চাঁদা তুলে গ্রামেই ২৩ কাঠা জমি কেনে পুলিশ ক্যাম্পের জন্য। আপনাদের সহযোগিতায় দীর্ঘ ১৬ বছর প্রচেষ্টার পর এবার স্থায়ী হতে যাচ্ছে ওই পুলিশ ক্যাম্প।

জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন খুশির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দীন আহম্মেদ, দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খাইরুল বাসার রতন, প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন আহম্মেদকে সভাপতি, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক এবং খাইরুল বাসার রতনকে কোষাধ্যক্ষ করে ৩ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন দলিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আলতাফ হোসেন।