একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আলোচনাসভা

 

 

স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল এক আলোচনাসভার আয়োজন করে। কারিগরি ও বৃত্তিমলূক শিক্ষা সপ্তা উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আলোচনা করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার বেলা ১১টায় আইডিইবি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সেমিনার ও মতবিনিময়সভায় জেলা সভাপতি ভিকুইন্স পলিটেকনিকের অধ্যক্ষ রেজা হোসেন জোয়ার্দ্দার সভাপতিত্ব করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন জেনিক সহসভাপতি আব্দুর রহমান। সেমিনার ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেনিক সাধারণ সম্পাদক কাজী রফিকুল হক, সহসভাপতি আব্দুর রশীদ, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল, শহীদ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল হোসেন, টিপু সুলতান, জহুরুল হক, রওশন আলী বিশ্বাসসহ আইডিইবির সদস্যরা।