একুশ মানে মাথা নত না করা একুশ বাঙালির অহঙ্কার

দর্শনায় অনির্বাণের একুশে মেলার ২য় দিনে বক্তারা
দর্শনা অফিস: ৭ দিনব্যাপি একুশে মেলার গতকাল সোমবার ছিলো ২য় দিন। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন শেষে অনুষ্ঠিত হয় আলোচনাপর্ব। অনির্বাণ থিয়েটারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহাসীন আলীর সভাপতিত্বে আলোচনাপর্বে মহান একুশের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন- সাবেক মেয়র মতিয়ার রহমান ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল। আলোচকরা বলেন, তৎকালীন পাক শাসকেরা ১৯৫২ সালে বাঙালিদের প্রাণের দাবিকে উপেক্ষা করে মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো। বীর বাঙালি পাকশাসকের কাছে মাথা নত করেনি। বন্দুকের সামনে দাঁড়িয়ে মায়ের ভাষা রক্ষায় বুকের তাজা রক্ত ঝরিয়েছিলো। বরকত, জব্বার, সালাম, রফিকসহ অনেকেই শহীদ হয়েছিলেন। বাঙালি জাতি সেই শোককে শক্তিতে পরিণত করে পাক শাসকদের পরাজিত করেছিলো। অর্জিত হয়েছিলো মায়ের ভাষায় কথা বলার অধিকার। আমাদের গর্ব মহান একুশ আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে। ধ্বনিত হচ্ছে বাংলাদেশের নাম। টিটনের উপস্থাপনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। পরে চুয়াডাঙ্গা অরিন্দমের পরিবেশনায় নাটক ‘আহম তমশা’ মঞ্চস্থ হয়। এবারের একুশে মেলার ৭ দিনব্যাপি আয়োজনের মধ্যে রয়েছে- প্রতিদিন সন্ধ্যায় আলোচনাপর্ব, সঙ্গীত, নাটক ও আবৃত্তিসহ নানা অনুষ্ঠান।