একসাথে বাস করলেই স্বামী-স্ত্রী : ভারতীয় সুপ্রিমকোর্ট

মাথাভাঙ্গা মনিটর: অবিবাহিত নারী ও পুরুষ বিয়ে না করেও যদি একসাথে বসবাস করেন তবে তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে ধরে নেয়া হবে। শুধু তাই নয়, সঙ্গীর মৃত্যুর পর ওই নারী তার সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হবেন। একটি মামলায় রোববার এ মর্মে একটি রুল জারি করেছেন ভারতের সুপ্রিমকোর্ট। সম্পত্তি সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে এ রুল জারি করেছেন সুপ্রিমকোর্টের দু বিচারক এমওয়াই ইকবাল এবং অমিতাভ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সম্পর্কে বিচারকদের অভিমত হচ্ছে, একটি যুগল ক্রমাগত একসাথে বসবাস করতে থাকলে আইনগতভাবে তারা বিবাহিত হিসেবে স্বীকৃতি পাবেন। এমন পরিস্থিতিতে নারী তার পুরুষ সঙ্গীর মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এ নিয়ে অন্য কোনো পক্ষের যদি আপত্তি থাকে তবে, তারা যে বিবাহিত নন, এ বিষয়ে আপত্তিকারী পক্ষকেই আদালতে প্রমাণ দাখিল করতে হবে। উল্লেখ্য, ২০১০ সাল থেকেই লিভ টুগেদারে থাকা যুগলদের পক্ষে বেশ কয়েকটি রুল জারি করেছেন ভারতের সুপ্রিমকোর্ট। গত রোববার সম্পত্তি সংক্রান্ত একটি বিবাদের রায় দিতে গিয়ে এ আদেশ দিয়েছেন আদালত। এ সম্পর্কে বেঞ্চ বলছেন, একজন নারী ও পুরুষ যখন স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করতে শুরু করবে তখন আইনগতভাবে তাদের বিবাহিত দম্পতি হিসেবে ধরে নেয়া হবে এবং কোনো অবস্থাতেই ওই নারীকে রক্ষিতা বলা যাবে না।