একটুর জন্য প্রাণে বেঁচে গেলো এয়ার এরাবিয়ার ১৬১ জন যাত্রী

স্টাফ রিপোর্টার: একটুর জন্য প্রাণে বেঁচে গেল এয়ার এরাবিয়ার ১৬১ জন যাত্রী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে গতকাল শনিবার সকাল পৌনে ১০টায় এয়ার এরাবিয়া বিমানটি ১৬১ জন যাত্রী নিয়ে শারজাহ উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু উড্ডয়নের আগমুহূর্তে হঠাত একটি বড় পাখি বিমানের পাখার সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিনে ঢুকে পড়ে। এতে সঙ্গে সঙ্গে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফলে যাত্রা বাতিল করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার বখতেয়ার আলী জানান, সকালে শারজাহগামী এয়ার এরাবিয়া বিমানটি উড্ডয়নের আগমুহূর্তে বার্ড কিক এর কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এটির যাত্রা বাতিল করা হয়েছে। বিমানটি ১৬১ জন যাত্রীকে কর্তৃপক্ষ হোটেলে পৌঁছে দিয়েছে। রোববার ভোরে বিমানটির সিডিউল দেয়া হয়েছে বলে তিনি জানান।