উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

 

সভাপতি পদে হাবিবুর এবং সাধারণ সম্পাদক পদে বকুল নির্বাচিত

দামুড়হুদা প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দামুড়হুদা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা পরিষদ বিএডিসি হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ জন ভোটারের মধ্যে ১৬ জনই ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক এই তিনটি পদে মোট ৬ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন। সাধারণ সম্পদক পদে দৈনিক সমকালের দামুড়হুদা ও জীবননগর প্রতিনিধি এবং দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল ৯ ভোট পান । এরমধ্যে ১ ভোট বাতিল হওয়ায় ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক এম নুরুন্নবী পেয়েছেন ৭ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ফয়সাল বীন তানজির ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফ উদ্দীন ৫ ভোট পেলেও তার ১টি ভোট বাতিল হয়েছে। ক্রীড়া সম্পাদক পদে মেহেদি হাসান মিলন ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম সুজন ৭ ভোট পেলেও তার ১টি ভোট বাতিল হয়েছে। এছাড়া সভাপতি পদে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল শিশির, অর্থ সম্পাদক পদে মিরাজুল ইসলাম মিরাজ, দফতর সম্পাদক পদে মাহবুবুর রহমান মনি, নির্বাহী সদস্য পদে শামসুজ্জোহা পলাশ এবং সাংবাদিক হাফিজুর রহমান কাজল ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হবি। সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুর রহমান।

এদিকে দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিতদের শুভকামনাসহ অভিনন্দন জানিয়েছেন দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, বার্তা সম্পাদক বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা, অ্যাড. তছিরল আলম মালিক ডিউক, আসাদুজ্জামান আসাদ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।