উৎসবে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ৩২

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পাটনায় একটি উৎসবে পদদলিত হয়ে নারী-শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। দুসেরা (রাবণ দহন বা রাবণ বধ) নামের ওই উৎসবে আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে ২৫ জন নারী আর পাঁচজন শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত শুক্রবার রাতে পাটনার গান্ধী ময়দানের বাইরে উৎসবের পর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে গেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়ার পর পদদলনের ঘটনা ঘটে। গান্ধী ময়দানের দুসেরা উৎসব পাটনার মধ্যে সবচেয়ে বড় উৎসব। বিশালকায় কুশপুত্তলিকা দাহ হওয়ার দৃশ্য দেখতে প্রতিবছর অনেক মানুষের সমাগম হয়। উৎসবটি রাজ্য সরকার আয়োজন করে থাকে। এবারের উৎসবে বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মাঞ্জি উপস্থিত ছিলেন। গণমাধ্যমের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, উৎসব শেষে বিপুলসংখ্যক মানুষের ভেন্যু থেকে বের হওয়ার জন্য সবকটি দরজা খোলা ছিলো না।