উসকানির অভিযোগে মসজিদ বন্ধ করবে তিউনিসিয়া

মাথাভাঙ্গা মনিটর: সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে প্রায় ৮০টি মসজিদ বন্ধ করে দেবে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। গতকাল শনিবার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার দেশটির সাগর তীরবর্তী এক হোটেলে হামলার ঘটনায় এমন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ। ওই হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়। একই দিন কুয়েতের রাজধানীর একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে আইএসের এক সহযোগী সংগঠন। এদিন ফ্রান্সে একটি কারখানায় হামলা হয়েছে। সেখানে একজনের শিরশ্ছেদ এবং আরও কয়েকজনকে জখম করা হয়েছে। তিউনিসিয়ায় হামলার পর রাজধানী তিউনিসে এক সংবাদ সম্মেলনে হাবিব এসিদ বলেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে যেসব মসজিদ পরিচালিত হচ্ছে, যারা বিদ্বেষ ছড়াচ্ছে, সেগুলো এক সপ্তার মধ্যে বন্ধ করে দেয়া হবে। দেশটির পর্যটন শহর সুছার সৈকত-সংলগ্ন একটি হোটেলে গতকাল দুপুরে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এতে অন্তত ৩৭ জন নিহত হন। তাদের মধ্যে তিউনিসিয়া, যুক্তরাজ্য, জার্মান, বেলজিয়াম, ফ্রান্স ও আইরিশ নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।