উন্নয়নে প্রার্থীদের মুখে ফুটলো প্রতিশ্রুতির খই

দর্শনা অফিস: পৌর নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন। এ নির্বাচনকে সামনে রেখে দর্শনা পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের জনতার মুখোমুখি দাড় করালো প্রডিজি। নাগরিক মঞ্চে তিন মেয়র অভিন্নভাষায় যা বললেন। কেউ দিলেন মডেল পৌরসভা গঠন ও উন্নয়নের ফিরিস্তি, কেউ বললেন উন্নয়ন করেছি সুযোগ পেলো করবো, আবার কেউ বললেন নির্বাচিত হলে উন্নয়ক করেই দেখাবো। মেয়রদের প্রতিশ্রুতির ঝুঁড়িতে কিছুই যেন কমতি ছিলো না। আসলে কি উন্নয়নের কথা ভাবছে নাকি ভোটের জন্য মুখেই বললেন এ প্রশ্ন জনমনে। গত শুক্রবার বিকেলে দর্শনা কেরুজ বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি প্রার্থীদের উন্মুক্ত নাগরিক মঞ্চ। প্রডিজি’র আয়োজনে উন্নয়নের অঙ্গিকারে সব সারথী এক কাতারে শীর্ষক উন্মুক্ত নাগরিক মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শিক্ষাবিধ মোশাররফ হোসেন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা জহির রায়হান, দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল, দর্শনামোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন প্রমুখ। এ সময় বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান, বর্তমান মেয়র বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মহিদুল ইসলাম ও সতন্ত্র মেয়র প্রার্থী জামায়াত নেতা আশকার আলী। মহিদুল ইসলাম দর্শনায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে দাবি করে বলেছেন, নির্বাচিত হলেও আরো উন্নয়ন করা হবে, দর্শনাকে করা হবে প্রথম শ্রেণির পৌরসভায় রূপান্তরিত। ২ বারের নির্বাচিত সাবেক মেয়র মতিয়ার রহমান দর্শনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত, নাগরিক সেবা নিশ্চিত করণসহ মডেল পৌরসভায় উন্নীত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আশকার আলী কোন প্রকার প্রতিশ্রুতি না দিলেও তিনি বলেছেন, আগে নির্বাচিত করেন, উন্নয়ন করে দেখিয়ে দেবো। সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে দর্শনা পৌরসভার ১৫ সংরক্ষিত মহিলা ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। এ সময় সকল প্রার্থীকেই জনতার মুখোমুখি পরিচয় করিয়ে দেয়া হয়েছে। শিক্ষক আরতি হালসনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজি আজির বক্স, হাজি আকমত আলী, খালেকুজ্জামান, নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, সাবু তরফদার, সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, হারুন অর রশিদ জুয়েল, স্বরুপ দাস, আজাদুল ইসলাম, মিজানুর রহমান সরদার, আ. জব্বার, আ. রাজ্জাক, মীর জামিল উদ্দিন, মাহবুবুর রহমান মুকুল, গিয়াসউদ্দিন পিনা প্রমুখ।