উত্যক্ত করার প্রতিবাদ করায় মেহেরপুরে মুদিব্যবসায়ীকে পিটিয়ে জখম

মেহেরপুর অফিস: মুজিবনগরের এক দম্পতিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক মুদিব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে একদল বখাটে। পরে তার দোকানও ভাঙচুর করেছে তারা। আহত আফসারকে (৩৭) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। আফসার মেহেরপুর শহরের মৃত নওশাদ আলীর ছেলে।
জানা গেছে, মুজিবনগর এলাকার জার্জিস হোসেন ও শাহানারা দম্পতি সন্ধ্যায় মেহেরপুর জেনারেল হাসপাতাল রোগী দেখতে আসেন। রোগী দেখে হাসপাতাল থেকে বের হবার পথে একদল বখাটে তাদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় বখাটেদের বাধা দেয় হাসপাতাল গেটের মুদি দোকানদার আফসার আলী। কথা কাটাকাটির এক পর্যায়ে আফসার আলীকে বেধড়ক পেটাতে থাকে উত্ত্যক্তকারীরা। একই সময় পাশের ফার্মেসী ব্যবসায়ী পান্না ও পিয়ারুল বাধা দিতে আসলে তাদেরও লাঞ্চিত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আফসার আলীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর শহরের উপকন্ঠের দিঘীরপাড়া গ্রামের সিদ্দিক, বারেক, বিপ্লব, মিরাজসহ আরো কয়েকজন বখাটে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন তিনি