উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের পাশে থাকার ঘোষণা দিলো চীন

মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়া বার বার পারমাণবিক পরীক্ষা চালালেও এতোদিন চীন অনেকটা নিরব ভূমিকা পালন করে এসেছে। এদিকে, দেশটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে কেবল বাকযুদ্ধে লিপ্ত হয়েই ক্ষান্ত হয়নি, ট্রাম্পের দেশে পারমাণবিক অস্ত্র নিক্ষেপেরও হুমকি দিয়েছে। এ ব্যাপারে অবশেষে মুখ খুলেছে চীন। গতকাল বৃহস্পতিবার চীন বলেছে উত্তর কোরিয়ার সম্প্রতি পারমাণবিক পরীক্ষার খবরে বেইজিং অত্যন্ত উদ্বিগ্ন এবং এর তীব্র বিরোধীতা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে তার প্রতি সমর্থন জানাচ্ছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল বলেন, কোরিয়া উপদ্বীপে শান্তি ফেরানোর জন্য মার্কিন কর্মকর্তারা কিছু দায়িত্বশীল কথাবার্তা বলেছেন। চীন এর সাথে একমত পোষণ করছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি বেশি বাড়াবাড়ি করে তবে পরমাণু বোমা হামলায় দেশটিকে আগুনে পুড়িয়ে দেয়া হবে। লু ক্যাং বলেন, একটি দেশের পক্ষ থেকে এ ধরনের উসকানি মোটেও কাঙ্ক্ষিত নয়। এ ধরনের মন্তব্য পৃথিবীকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। চীন এ ধরনের মন্তব্য মোটেও সমর্থন করে না। এসব অবশ্যই কাণ্ডজ্ঞানহীতার পরিচয়।