উচ্চ শিক্ষা লাভে আগ্রহী প্রতিবন্ধী মোস্তাফিজ

SAMSUNG CAMERA PICTURES

 

জীবননগর ব্যুরো: জন্ম থেকে ডান হাতের কব্জি নেই মোস্তাফিজুর রহমানের। শারীরিক প্রতিবন্ধী মোস্তাফিজের তাই বলে লেখাপড়া থেমে থাকেনি। অদম্য মোস্তাফিজ বাম হাত দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে রীতিমতো স্কুলের সকলকে তাক লাগিয়ে দিয়েছে। উচ্চ শিক্ষা লাভে আগ্রহী এ শারীরিক প্রতিবন্ধী।

শহরের হোটেল ব্যবসায়ী শাপলাকলিপাড়ার বাসিন্দা আব্দুস সালাম ও রেহেনা খাতুন দম্পতীর জৈষ্ঠ্য পুত্র মোস্তাফিজুর রহমান। জন্ম থেকে তার ডান হাতের কব্জি নেই। ছোট বেলা থেকেই শিক্ষার প্রতি প্রবল আগ্রহ মোস্তাফিজের। সে এ বছর জীবননগর উপজেলা শহরের শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় বাম হাত দিয়ে পরীক্ষা দিয়ে ৭টি বিষয়ে লেটার মার্কসসহ জিপিএ-৫ পেয়ে স্কুলের সকলকে তাক লাগিয়ে দিয়েছে। জেএসসি পরীক্ষায়ও সে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলো। শারীরিক প্রতিবন্ধী অদম্য এ মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী, কিন্তু এতে তার প্রধান বাধা প্রতিবন্ধীতা। শারীরিক প্রতিবন্ধীকতাকে জয় করে উচ্চ শিক্ষা লাভে সে সকলের সহযোগিতা কামনা করেছেন।