ই-টেন্ডার চালু হলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সরকারি ক্রয় ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান। বিসিসিপি’র সহকারী পরিচালক বাদল হালদারের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসিপি’র প্রোগ্রাম কো অর্ডিনেটর মামুনুর রহমান, দোহাটেক ই-জিপি ট্রেইনার শান্তনু চৌধুরী, প্রোগ্রাম অফিসার অমর কৃষ্ণ দেবনাথ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক এবং বিভিন্ন সরকারি দফতরের প্রকৌশলী, সাংবাদিক, ঠিকাদার, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি সিপিটিইউ’র মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক হোসেন বলেন, সরকার চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল সরকারি ক্রয় কার্যক্রম ই-জিপি সিস্টেমের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সরকারি ক্রয়ে ই-টেন্ডারসহ অন্য সুবিধা চালু হলে একে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড, ঘুষ, দুর্নীতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। এছাড়া কর্মশালায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে জটিল বিষয়ে জানতে আগ্রহীদের সকল প্রশ্নের সরল জবাব দেন তিনি।