ই-টেন্ডারে লটারির মাধ্যমে চুয়াডাঙ্গা এলজিইডির ৭ কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার হচ্ছে আজ

 

স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় প্রায় ৭ কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ঢাকা থেকে লটারির মাধ্যমে ই-টেন্ডার অনলাইনে প্রকাশ করা হবে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি) চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪টি প্যাকেজের কাজের জন্য ঠিকাদাররা আবেদন করেন। কাজগুলো হলো- সদর উপজেলার জালশুকা থেকে ছয়ঘরিয়া স্কুল পর্যন্ত ২ হাজার মিটার সড়ক উন্নয়ন কাজ। সদর উপজেলার ইউ টাইপ ড্রেন কালভার্ট নির্মাণ। আকন্দবাড়িয়া আজিজুল্লার বাড়ি থেকে গুননপাড়া হুদার বাড়ি পর্যন্ত ১৫০০ মিটার রাস্তার উন্নয়ন কাজ। সদর উপজেলার ইউ টাইপ ড্রেন কালভার্ট নির্মাণ। ঘোলদাড়ি থেকে নীলমণিগঞ্জ আলমডাঙ্গা অংশ ২৭৪০ মিটার। আলমডাঙ্গা উপজেলা পরিষদের ড্রেন কালভার্ট নির্মাণ কাজ। আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন থেকে কুমারী ইউনিয়ন রাস্তা উন্নয়ন কাজ। চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী এফএম খাইরুল ইসলাম বলেন, প্রায় ৭ কোটি টাকার উন্নয়ন কাজে কয়টি দরপত্র জমা পড়েছে তা লটারি দিন জানা যাবে। ঢাকা থেকে অনলাইনে ই-টেন্ডারের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।