ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৭০ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: উন্নত জীবনের স্বপ্নে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইয়েমেনে ঢুকতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৭০ জন। আফ্রিকার ওই নাগরিকদের বহনকারী একটি নৌকা ইয়েমেনের পশ্চিম উপকূলে ডুবে গেলে এ করুণ মৃত্যুর ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে থাকা বেশির ভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। প্রচণ্ড বাতাস ও উন্মত্ত ঢেউয়ের কারণে এটি ইয়েমেনের আল-মাক্কা বন্দরের কাছে ডুবে যায়। প্রতিবছর ইয়েমেনের লোহিত সাগর পাড়ি দেয় লাখো মানুষ। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো কখনো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে গিয়ে নৌকা ডুবে যায়। এভাবে প্রতিবছর শ শ মানুষের মৃত্যু হয়। অবৈধভাবে মধ্যপ্রাচ্য বা ইউরোপ যেতে ইচ্ছুক অনেকেই ইয়েমেনকে প্রবেশপথ বলে বিবেচনা করে। সাম্প্রতিক এ নৌকাডুবির ঘটনাটি ঘটে শনিবার আর এর খবর পাওয়া যায় রোববার। চাকরি ও উন্নত জীবনের লক্ষ্যে আফ্রিকা বা অন্যান্য অনেক অঞ্চলের মানুষ যেকোনমূল্যে সৌদি আরবের মতো ধনী দেশগুলোতে পাড়ি জমাতে চায়। তাদের এ আকাঙ্ক্ষা আর স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে মানবপাচারকারীর মতো প্রতারকচক্র। ওই চক্রের খপ্পরে পড়ে অনেকেই হয়তো কখনো ইয়েমেনের মাটিতেই পৌঁছুতে পারেন না।