ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবেদন

 

স্টাফ রিপোর্টার: ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেয়ার আবেদন করেছেন কোলকাতার মাছ ব্যবসায়ীরা। আগামী ৬-৭ জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরকে সামনে রেখে কোলকাতার ‘হিলসা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এ আবেদন করেছে। ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে আবেদন জমা দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যেন এবারের ঢাকা সফরের সময় তাদের আবেদনটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তোলেন।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ইলিশের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন ধরে মিয়ানমার থেকে ইলিশ আমদানি শুরু করেছে। মিয়ানমারের ইলিশ বাংলাদেশের ইলিশের মতো সুস্বাদু নয়।