ইরাকে হামলায় নিহত ১৭ : আহত ৪৯

মাথাভাঙ্গা মনিটর: ইরাকে রক্তের বন্যা অব্যাহত রয়েছে। গতকালও ইরাকজুড়ে পরিচালিত বিভিন্ন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। আহত হয়েছেন আরও ৪৯ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় সবচেয়ে ভয়াবহ হামলাটি পরিচালিত হয়েছে। সেখানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন আরও ২০ জন। বাগদাদের ৪০ কিলোমিটার উত্তরে আল-তারমিয়া এলাকার একটি থানায় গাড়িবোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ও ৯ জন আহত হয়েছেন। হাদিথা শহরে বোমা হামলায় এক সেনা সদস্য নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। সালাহেদ্দিন প্রদেশে গাড়িতে রাখা বোমায় এক ট্যাক্সিচালক নিহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন জঙ্গি সংগঠন আল-কায়েদাই হামলাগুলো চালিয়েছে।