ইমরানকে পার্লামেন্ট থেকে সরতে বললেন হাশমি

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকেদলের কর্মীদের নিয়ে পার্লামেন্ট ভবন এলাকা থেকে সরে আসতে বলেছেন তারইদলের প্রেসিডেন্ট জাভেদ হাশমি। গতকাল রোববার সংবাদ ব্রিফিঙে ইমরানের প্রতি এআহ্বান জানান তিনি।দলেরপ্রধানের সাথে নিজের অবস্থানগত পার্থক্যের বিষয়টি স্পষ্ট করে হাশমিবলেন, ইমরান খান দলকে আশ্বস্ত করেছিলেন, আলোচক শেখ রাহিদ সরকারের সাথেআলোচনা করে কোনো বার্তা নিয়ে না আসা পর্যন্ত তারা প্রধানমন্ত্রীরবাসভবনের দিকে এগোবেন না। কিন্তু এখন ইমরান বলছেন, পরিস্থিতি আমাদের সামনেএগোতে বাধ্য করেছে।হাশমি বলেন, ইমরানের সঙ্গে আমিভিন্ন মত পোষণ করছি।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসরহওয়ার বিরুদ্ধে দলের অবস্থান।ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি)সঙ্গে তার দলের হাত মেলানোর বিষয়টিতে তিনি খুশি নন বলে জানান হাশমি। কারণতার আশঙ্কা, এটি সহিংস এই পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে।অনেকেইসেনাবাহিনীকে এ পরিস্থিতিতে সহায়তাকারী হিসেবে এগিয়ে আসার কথা বললেওহাশমি মনে করেন, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করা উচিত নয়।