ইবোলা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার

 

মাথাভাঙ্গা মনিটর: ইবোলারভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ ওষুধ ব্যবহারে পুরোপুরিসেরে যাবে- অন্তত এমনটাই দাবি করছেন কানাডার পাবলিক হেলথ এজেন্সির প্রধানগ্যারি কোবিংগার।তার দাবি, এমন একটি ওষুধ তারা তৈরিকরেছেন, যেটি ব্যবহার করলে পুরোপুরি সেরে যাবে ইবোলা। ওষুধটির নামজেডম্যাপ৷ বানরের শরীরে এই ওষুধ প্রয়োগ করে আশাতীত ফল পাওয়া গেছে। শুধু তাইনয়, লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত দু মার্কিন চিকিত্সকদের ওপরও এই ওষুধপ্রয়োগ করা হয়েছে৷ তারা সুস্থ রয়েছেন। জেডম্যাপ মূলত ল্যাবরেটরিতে তৈরিতিনটি অ্যান্টিবায়োটিকের মিশ্রণ। এ ওষুধ ১৮টি ইবোলা আক্রান্ত বানরের শরীরেপ্রয়োগ করেন গবেষকরা। কয়েকটি ক্ষেত্রে বানরটি ইবোলা আক্রান্ত হওয়ার পাঁচদিন পর প্রয়োগ করা হয় জেডম্যাপ৷ এতে দেখা গিয়েছে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেবানরগুলো৷ তাদের শরীরে ইবোলার যে লক্ষণগুলো দেখা গিয়েছিলো, সেগুলোওপুরোপুরি সেরে গিয়েছে৷ গবেষণাগারে এ বানরগুলোর পাশাপাশি ইবোলা আক্রান্ত আরওতিনটি বানরকে সুস্থ করার জন্য অন্য চিকিত্সা চালানো হয়৷ সেই বানরগুলোকিন্তু বাঁচেনি।