ইবোলায় প্রাণহানি ৫০ হাজার ছাড়ালো

মাথাভাঙ্গা মনিটর: প্রাণঘাতী ভাইরাস ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গত ১১ নভেম্বরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইবোলায় ৫,১৬০ জনের মৃত্যু হয়েছে। গত ৯ নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, ইবোলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৮ জন। এদিকে সিয়েরা লিওনে ইবোলায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। দেশটিতে আরও ৪২১ জন ইবোলায় সংক্রমিত হয়েছেন। নতুন পরিসংখ্যানে ৯ নভেম্বর পর্যন্ত নাইজেরিয়া, সেনেগাল, মালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে ১৩টি নতুন মৃত্যু ও ৩০টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, লাইবেরিয়ায় ২,৮৩৬, সিয়েরা লিওনে ১,১৬৯, গিনিতে ১,১৪২, নাইজেরিয়ায় ৮, মালিতে ৪ ও যুক্তরাষ্ট্রে ১ জন ইবোলা রোগীর মৃত্যু হয়েছে।