ইবি ছাত্রীর মাথায় সিলিং ফ্যান

ইবি প্রতিনিধি: মাথার ওপর সিলিং ফ্যান পড়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী আহত হয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ ঘটনা ঘটে।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকে বসার পর ফ্যানের সুইচ অন করলে একটি সিলিং ফ্যান এক ছাত্রীর মাথার ওপর পড়ে যায়। এতে বিভাগের এক ছাত্রী আহত হয়েছে। তিনি আরও জানান, আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানো হয়েছে। আহত ছাত্রীর নাম শামীমা সুলতানা। সে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাড়ি বগুড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন মেডিকেলে আহত ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক হোসনে আরা আক্তার ইসলাম বলেন, আঘাতটি মাথায় লাগায় একটু ফুলে গেছে তবে সেটি গুরুতর নয়। তবে যেহেতু আঘাতটি মাথায় হয়েছে তাই তাকে কিছুদিন বিশ্রামে থাকতে এবং মাথায় সিটিস্ক্যান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।