ইবির চতুর্থ সমাবর্তন ৭ জানুয়ারি: শীতকালীন ছুটি বাতিল

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চতুর্থ বারের মত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের ৭ জানুয়ারি। সমাবর্তন উপলক্ষে পিছিয়েছে শীতকালীন ছুটি। গতকাল বুধবার বিকেল ৫টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
ফ্যাক্স বার্তায় বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ৮(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করবেন। এদিকে সমাবর্তন উপলক্ষ্যে পিছিয়েছে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বলেন, ‘শীতকালীন ছুটি ২৫-ডিসেম্বর-২০১৭ থেকে ৩-জানুয়ারি-২০১৮ এর পরিবর্তে ৬-ফেব্রুয়ারি-২০১৮ থেকে ১৪-ফেব্রুয়ারি-২০১৮ইং তারিখে পরিবর্তিত করা হয়েছে।’ প্রসঙ্গত, সমাবর্তনের রেজিস্ট্রেশন আগামী ১৫ নভেম্বর শেষ হবে।