ইফতার মাহফিল

 

 

স্টাফ রিপোর্টার: জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিক সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল্লাহ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, বিএফএ সম্পাদক হাজি আকবর আলি, সহসভাপতি হাজি হাবিবুর রহমান, রবিউল হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চুয়াডাঙ্গা জেলার সার ডিলারগণ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।

ইফতার মাহফিলে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে মানবাধিকার রক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজে চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ মানবতা সংস্থা ঈদের খুশি ভাগাভাগি করে নিতে গরিব-দুঃখি শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মো. প্রশাসক দেলোয়ার হোসাইন। মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন, মানবাধিকার কর্মী নারীনেত্রী মনিরা আফরোজ, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. নওশের আলী, মানবতার গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু, অ্যাড. জীল্লুর রহমান জালাল, সমন্বয়কারী নাসরিন পারভীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতার নির্বাহী পরিষদের সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে ভালাইপুর মোড়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জাকারিয়া, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, আব্দুস ছালাম ওজেলা উপপ্রচার সম্পাদক শওকত আলী। বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লালন, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবান মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের আবু, রকিবুল ইসলাম, আলুকদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ফারুক, আক্তার হোসেন, মহিবুল ইসলাম মন্টু, জহুরুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা মাসুদুর রশীদ মাসুম।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন,গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গা স্কুলমাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়নের আমির আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আনায়োরুল হক মালিক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান মাও. মো. আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন, দামুড়হুদা থানা আমির নায়েব আলী, দামুড়হুদা থানা সেক্রেটারি মাও. আব্দুল গফুর, হাউলী ইউনিয়ন আমির নজরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে ৩ হাজার ২৩৪ জন অসহায় দুস্থের মাঝে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আয়ুব আলী, করম আলী, লিয়াকত আলী, নোয়াজ্জেশ আলী, আলী আহম্মেদ, কহিনুর বেগম প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজের উদ্যোগে চাল চিনি ও সেমাই বিতরণ করা হয়।ড. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল।

অপরদিকে উপজেলার ফতেপুর শিশুতলা বাজারে আরডিসির ট্রেনিং সেন্টারে দুস্থ পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়।রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংগঠন আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীরননেছা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর হোসেন, প্রোগ্রাম সমন্বয়কারী দাউদ হোসেন, ট্রেনার মোছা. বিউটি খাতুন।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার উপজেলা পুরাতন হলরুম চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য অ্যাড. আব্দুর রশিদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেনআলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরদ্দিন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন প্রমুখ।

অন্যদিকেআলমডাঙ্গা বিআরডিবি’র ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিত প্রমুখ।

অপরদিকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক নিরপেক্ষ মানবাধিকার সংস্থা। সংস্থার আলমডাঙ্গা শাখার কো-অর্ডিনেটর শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও জীবননগর উপজেলা লেবার সমিতি গতকাল বৃহস্পতিবার ইফতারি ও আলোচনাসভার আয়োজন করে। সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার পার্টি ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

জীবননগর সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ উপজেলার শাখারিয়া মোড়ে ইউনিয়নবাসীর সম্মানে ইফতার পার্টি ও আলোচনাসভার আয়োজন করে। সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আ. লতিফ অমল।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জীবননগর ব্রাঞ্চের উদ্যোগে শহরের কাজী টাউয়ারে অবস্থিত অফিসে ইফতার পার্টির আয়োজন করে। ব্র্যাঞ্চ ম্যানেজার নিলুফা ইয়াসমির রানীর সভাপতিত্বে ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতম কর্মকর্তা আবু বকর। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. আবু তালেব, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাবেক সম্পাদক শামসুল আলম ও সাংবাদিক আবু সায়েম প্রমুখ।

এছাড়াও জীবননগর উপজেলা লেবার সমিতি বাজারের ব্যবসায়ীদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে। লেবার সমিতির নেতা আশা সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টিতে দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম.আর বাবু, আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আলী আহাম্মদ, ব্যবসায়ী হাজি তবিবুর রহমান, হজি মশিয়ার রহমান, পিরু মোহাম্মদ, রবিউল ইসলাম, আবু সাঈদ বাবুল প্রমুখ অংশগ্রহণ করে।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মাকসুদুল হাসান, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক আব্দুস সামাদ, রিংকু, বাচ্চু, সনজু। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলী হোসেন, সাজু, রানা, মকলেছ, লাস্টন, হাসান, হোসেন, স্বপন, আবু জাহিদ, ইনামুল, ওয়াসিম, ইব্রাহিম, মাসুম, ওয়ার্ড আ.লীগের সভাপতি আসাদ জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রাশিদুজ্জামান ডিউক। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাও. আব্দুল আওয়াল।

মেহেরপুর অফিস জানিয়েছে, মানাবাধিকার, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক এক আলোচনাসভা ও ইফতার মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমঝুপি দাখিল মাদরাসার সুপার উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মাহবুবুল আলম, গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐক্য জোটের সাংগাঠনিক সম্পাদক আশরাফুজ্জামান লালু, ঐক্যজোটের সাবেক সাধারণ সম্পাদক আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মেহেরপুর পৌর কলেজের প্রভাষক সোহরাবউদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ। সভা শেষে সেখানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আমঝুপি দাখিল মাদরাসার সহকারী সুপার মাও. শরিফউদ্দিন।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হানিফ মণ্ডল। প্রধান অতিথি ছিলেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান। উপদেষ্টাদের মধ্যে ছিলেন হাজি আকমত আলী, হাজি খালেকুজ্জামান, অ্যাড সুজাউদ্দিন, সমাজসেবক হাজি হারুন অর রশিদ, সাহিত্যিক আবু সুফিয়ান, সাংবাদিকদের মধ্যে ছিলেন মাহফুজ উদ্দিন খান, আজাদ হোসেন, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু, ক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমানসহ ক্লাব ও সমিতির সাংবাদিকরা।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস.এম মনিরুজ্জামান। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মাহিলা এমপি সেলিনা আখতার বানু, মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।