ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাদহের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি আলী আজগার টগর বলেছেন,‘৩৫ বছর পর এই আসনে জয়লাভের মধ্যদিয়ে আওয়ামীলীগের হারিয়ে যাওয়া সিট পুনরুদ্ধার করেছি। আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্নেহ করেন, তিনি আমার সম্পর্কে খোঁজখবর নিয়ে খুশি হয়ে দ্বিতীয়বার মনোনয়ন দিয়েছেন এবং আমি আবারো জয়লাভ করেছি। তাই, আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবেনা। বরং ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ’ গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব জনসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপরোক্ত মন্তব্য করেছেন।

দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে ওই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ। আজাদুল ইসলাম আজাদ তার বক্তব্যে বলেন,‘ঈদের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন, তা প্রতিহত করতে যখন দলকে শক্তিশালী করা প্রয়োজন সে সময়ে একটি মহল নিজেদের স্বার্থে দলকে খণ্ডবিখণ্ড করার অপচেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন। গত ২৪ জুলাই দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত অপর এক ইফতার মাহফিলপূর্ব জনসভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বক্তব্যের সমালোচনা করে আজাদ বলেন,‘ছেলুন ভাই চুয়াডাঙ্গা জেলার সর্বজন শ্রদ্ধেয় নেতা। তিনি দলের সকলের নেতা। কিন্তু, ২৪ জুলাই দামুড়হুদায় রাজনৈতিকভাবে গণবিচ্ছিন্ন কয়েকজন নেতাকে সাথে নিয়ে সভা সমাবেশ করে মুরুব্বি হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেননি।’

গতকালের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জাকারিয়া আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে ইফতার অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এদিকে অবসরপ্রাপ্ত চুয়াডাঙ্গা জেলা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে শিক্ষা বৃত্তি, এককালীন অনুদান, চিকিৎসা সাহায্য, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সিদ্দিকুর রহমান, আব্দুল হাই প্রমুখ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়ে গতকাল শনিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভাপতিত্ব করেন হাফেজ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতি প্রভাষক আবুল হাসন। বিশেষ অতিথি ছিলেন জিনারুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইমরান সরকার, ফাহিম ফয়সাল প্রমুখ।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, অসহায় হতদরিদ্র,এতিম ও বিধবাদের মাঝে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার দুপুর ২টার দিকে সরোজগঞ্জ মসজিদ মার্কেটেরপাশে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বদরগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মমিনুল ইসলাম,সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,ইসলামী সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক মাসুম বিল্লা হাওলাদার,হাজি ওলিউল্লা,আব্দুল মালেক,মোখলেচুর রহমান লিটন,নাসির উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন খবির উদ্দিন।

এদিকে জুড়ানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান।প্রধান বক্তা ছিলেন সহসেক্রেটার রুহুল আমিন।বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী,মাও. সামসুল ইসলাম প্রমুখ।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন,গতকাল চুয়াডাঙ্গা সদরের দীননাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর ছেলে বিশিষ্ট সমাজসেবক বাবুরের ব্যক্তিগত উদ্যোগে ৪’শ দুস্থপরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। একইদিন বেগমপুর ক্যাম্প পুলিশের উদ্যোগে বেগমপুর কলোনিপাড়া তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিঙে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতিমখানার ৪০ জন দরিদ্র এতিম শিশুদের ইফতারসহ খাবার খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, ইউপি সদস্য আলমাছ আলী প্রমুখ।

ভ্রাম্যমা প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গারকাছারী বাজারে মোহনা বন্ধু সমিতির উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সমিতির সভাপতি আজিজুল হক সোমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ডা. জিল্লুর রহমান, নাসির উদ্দিন গনি, অধ্যাপক নাজমুল হক পানু, তোফাজ্জেল হোসেন তোতা, আরজু চৌধুরী, মানোয়ার হোসেন, আব্দুল হান্নান, আলফাজ উদ্দিন, মনিরুদ্দিন মন্টু, আব্দুল মালেক, রাজাবুল হক, আনসার আলী, সিরাজুল হক, শহিদুল ইসলাম ওমিজু। দোয়া পরিচালনা করেন মৌলবী আনিসুর রহমান।

অপরদিকে আলমডাঙ্গা সাহিত্য পরিষদ ও আলাউদ্দিন পাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি অমর আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ শামজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, দৈনিক মাথাভাঙ্গার ভ্রাম্যমাণ প্রতিনিধি মামুন কাইরুল, গোলাম রহমান চৌধুরী, সাংবাদিক জামিরুল ইসলাম, কিশোর কারণিক প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রানা,রোকন,হিরন,মনিরুল,হাসান,ইমরান,সুরুজ,সিহাব,সজল প্রমুখ।

পদ্মবিলা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নআওয়ামীলীগের উদ্যোগে পাঁচমাইল বাজারে পদ্মবিলা ইউপিরসাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের চাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।বিশেষ
অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারটোটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আমজেদ হোসেন, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, সুজন মাহমুদ, খাজাশাহবুদদীন। ইউপি সদস্য ঝন্টুর নেতৃত্বে পৌর মেয়রের হাতে হাত দিয়ে অর্ধশত নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ৩ শতাধিক গরিব ও দুস্থের মাঝে সেমাই, চিনি, দুধ ও মসলা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা লেডিস ক্লাবের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। এসময় জেলা লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পত্মী মিসেস রফিকা ইসলাম, সহসভাপতি পুলিশ সুপার পত্মী মেহের নিগার, সাধারণ সম্পাদক আফরোজা নায়ন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মিনা সেলিমসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বাগোয়ান ইউপি কার্যালয়ে ইউনিয়নের ১৫০ জন দুস্থের মাঝে ঈদের শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবিবিতরণ করা হয়। বস্ত্র বিতরণ করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সম্পাদক শেখ সফিউদ্দীন, ইউপি সদস্য সোহরাব হোসেন, আনোয়ারুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস ফাউন্ডেশনের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য্য, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এএলএম জিয়াউল হক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, সহসভাপতি শাহাজাদউদ্দিনসহ সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মেহেরপুর কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. আনছারউদ্দিন বেলালী।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব আলোচনাসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মকুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাগর হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ, যুবলীগ নেতা পারভেজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মিঠু, আমিনুল ইসলাম রতন, আশরাফ, রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু, সম্পাদক আশাদুল ইসলাম, তুষার ও গাংনী কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ। গাংনী উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর ট্রাক চালক সমিতির উদ্যোগে গতকাল শনিবার শহরর ওয়াপদা সড়কস্থ কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সভাপতিত্ব করেন ট্রাক চালক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিপন হোসেন, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, সবুজ হোসেন প্রমুখ।

এদিকে মেহেরপুরে দুস্থদের মাঝে ঈদসামগ্রী এবং মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর একতা ক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে আনুষ্ঠানিভাবে একশ পরিবারে ঈদ সামগ্রী ও ১০ ছাত্রকে শিক্ষা উপকরণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা একতা ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরপুর পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ, সহসভাপতি সোহেল রেজা হিরক, যুগ্মসম্পাদক রাহিনুর জামান পোলেন, কোষাধ্যক্ষ পারভেজ ইকবাল কালু, ক্রীড়া সম্পাদক আবু আক্তার, সদস্য বরকত ও জাকির মণ্ডল।