ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সনদপ্রাপ্ত দুশিক্ষার্থী

 

ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির প্রথম ব্যাচের এমবিএ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

 

ইসলাম রকিব: ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার প্রথম ব্যাচের এমবিএ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। যা এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সনদপ্রাপ্ত দুশিক্ষার্থী শিপন আলী ও তৌফাতুল আম্বীয়া। গতকাল শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আনুষ্ঠানিকভাবে এমবিএ ১ বছরের কোর্স সম্পন্নকারী দুশিক্ষার্থীর পরীক্ষার ফলাফল ও ইর্ন্টার্নশীপ ফলাফলের ওপর ভিত্তি করে ফল প্রকাশ ও সনদ সম্পর্কিত আনুষ্ঠানিকতা শেষে প্রভিশনাল সনদ বিতরণ করা হয়। সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, ভিসি ড. প্রফেসর এম ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দার, ট্রেজারার প্রফেসর আ. মোত্তালিব, রেজিস্টার প্রফেসর হারুন-অর-রশীদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. প্রফেসর মাহাবুব আলম, পরিচালক (অর্থ) প্রফেসর আ. মজিদ, ডেপুটি রেজিস্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ। সনদ বিতরণ কালে সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন নানা প্রতিকুলতার কথা উল্লেখ করার পাশা-পাশি সনদ বিতরণের এ মহেন্দ্রক্ষনকে সকলের স্মৃতিরপটে ধরে আহ্বান জানান। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালিন যে সকল মানুষ নিরালস পরিশ্রম করেছে তাদেরকেও তিনি স্মরণ করেন। ভিসি প্রফেসর ড. এম ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, সংখ্যায় কম হলেও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাজের সর্বপ্রথম সনদ লাভকারী দুশিক্ষার্থী অত্যন্ত ভাগ্যবান। কারণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথে তাদের নামটি জড়িয়ে থাকবে অনন্তকাল ধরে। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমাবর্তন করে ব্যাপক পরিসরে সনদ বিতরণ করা হবে। যেখানে দেশের প্রেসিডেন্ট অথাৎ চ্যানচেলরও আসতে পারেন।