ইতালি উপকূলে নৌকাডুবিতে নিহত ৮০

 

মাথাভাঙ্গা মনিটর: ইতালীর ল্যাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাডুবিতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এদের সবাই নৌকায় করে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলো। এ পর্যন্ত ২৬০ জন লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। ইতালীয়ান কোস্টগার্ড সূত্রের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, ল্যাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে আগুন লেগে যায়। এ ঘটনায় উদ্ধারকারীরা সমুদ্র থেকে এ পর্যন্ত ৮০ জনের লাশ উদ্ধার করেছে। এতে বলা হয়, সমুদ্র উপকূলে উদ্ধার কাজ চালিয়ে নৌকার ১৬০ জন লোককে জীবন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধারে কোস্টগার্ড, কাস্টম জাহাজ এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত সোমবার সিসিলি দ্বীপের কাছে ১৩ জন শরণাথী সাঁতরে আসার চেষ্টা করলে মারা যাওয়ার ঘটনা ঘটে।