ইজিবাইক চালককে মারপিট : টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

 

 

স্টাফ রিপোর্টার: আবারো ব্যাটারিচালিত ইজিবাইক চালককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে লাভলু রহমান নামের এক অটো চালককে মারধর করা হয়। এ মর্মে অভিযোগ তুলে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মিলন, ফরিদসহ ৪ জনের বিরুদ্ধে থানায় নালিশও করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক মালিকদের সাথে পরিবহন মালিক শ্রমিকদের বিরোধের এক পর্যায়ে সংঘর্ষে পুলিশ পর্যন্ত আহত হয়েছে। কয়েকদিনের পাল্টা পাল্টি ধর্মঘটও পালিত হয়েছে। ইজিবাইক কোন সড়কের কোন পর্যন্ত চালানো যাবে তাও নির্ধারণ করা হয় সমঝোতা বৈঠকে। বেশ কিছুদিন এ নিয়ে তেমন উচ্চবাচ্য না হলেও গতকাল দৌলাতদিয়াড় সরদারপাড়ার মৃত বিশারত আলীর ছেলে লাভলু অভিযোগ তুলে বলেছেন, দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে অটো নিয়ে দাঁড়িয়েছিলাম। দু যুবতী কোরিয়াপড়ায় যাওয়ার জন্য অটোয় ওঠে। নাসির উদ্দীনের ছেলে মিলন ও ফজলুর রহমানের ছেলে ফরিদ বাধা দেয়। বাগবিতণ্ডার এক পার্যায়ে বাটাম দিয়ে ওরা মারধর করে। কাছে থাকা টাকাও কেড়ে নেয়।