ইউক্রেইন সীমান্তে ফের সামরিক মহড়া রাশিয়ার

মাথাভাঙ্গা মনিটর:রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কিয়েভ সরকারের অভিযানের জবাবে ইউক্রেইন সীমান্তে নতুন করে সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।রাশিয়ারপ্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ইউক্রেইনের কমান্ডো বাহিনী স্লোভিয়ানস্কেবিচ্ছিন্নতাবাদীদের ঘাটিতে অভিযান নামায় মস্কোর পাল্টা পদক্ষেপ নিতে বাধ্যহয়েছে।এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনকে পরিণতিভোগকরতে হবে বলে শাসিয়েছিলেন।কেন্দ্রীয় সরকারকে উপেক্ষা করে পূর্ব ইউক্রেইনের৯টিরও বেশি শহরের মূল সরকারি ভবনগুলো দখলে নিয়ে রেখেছে রুশপন্থিবিচ্ছিন্নতাবাদীরা।রুশ প্রতিরক্ষামন্ত্রী সোইগুর উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্সবার্তা সংস্থা বলেছে, সামরিক অভিযান বন্ধ না হলে হতাহতের সংখ্যা বাড়তে থাকবে। এরকমএকটি পরিস্থিতিতে আমরা এর জবাব দিতে বাধ্য হচ্ছি।মহড়া চলবেরাশিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় সামরিক এলাকাগুলোতে। সোইগু বলেন, বিমানবাহিনীরাষ্ট্রের সীমান্ত এলাকা বরাবর প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে।