ইউক্রেইনের আঞ্চলিক সদরদপ্তর রুশপন্থিদের দখলে

মাথাভাঙ্গা মনিটর:পূর্ব ইউক্রেইনের লুহানস্ক শহরের প্রশাসনিক সদরদপ্তর হামলা চালিয়ে দখলে নিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।অস্ত্রধারীরুশপন্থিরা দলে দলে সদরদপ্তর ভবনে জানালা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পূর্বইউক্রেইনে বৃহত্তম স্বায়ত্ত্বশাসনের জন্য গণভোটের দাবিতে স্লোগান দেয় তারা। পরেতারা ভবনে রাশিয়ার পতাকা ওড়ায়।এতোদিন রাশিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটারেরওকম দূরের লুহানস্ক শহরে স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এর স্থানীয় কার্যালয়েইকেবল রুশপন্থিদের দখলে ছিল।কিন্তু মঙ্গলবার বিকালে শ শ রুশপন্থি আঞ্চলিকসরকারের সদরদপ্তরের বাইরে জড়ো হয়ে পূর্বাঞ্চলে বৃহত্তর স্বায়ত্ত্বশাসন দিয়ে গণভোটকরার দাবি জানায়।লাঠিসোটা নিয়ে একদল রুশপন্থি অবাধে ভবনের ভেতরে ঢুকেপড়ে।এরপর ভবনের ছাদে ওড়ানো ইউক্রেইনের পতাকা টেনে নামিয়ে সেখানে রাশিয়ার পতাকা ওড়ায়তারা। বাকীদেরভেতরে ঢুকতে দেয়ার জন্য খুলে দেয় ভবনের মূল ফটকও।কিয়েভেস্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী স্তানিস্লাভ রেচিনস্কি বলেন, রুশপন্থিরা এরপর স্থানীয়টিভি স্টেশন দখল করতে পারে বলে সরকারের কাছে তথ্য আছে।ইউক্রেইনেরঅন্তর্বর্তী সরকার রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের দাবিপ্রত্যাখ্যান করেছে। এ দাবি মেনে নিলে ইউক্রেইন ভেঙে যেতে পারে এবং আরো অঞ্চলরাশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা সরকারের।