ইংল্যান্ডে কনটেইনার থেকে ৬৮ অভিবাসী উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের পূর্বাঞ্চলের একটি সমুদ্রবন্দরে একটি কন্টেইনার থেকে ৬৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার সময় কনটেইনারটি তালাবদ্ধ অবস্থায় ছিলো। গত শুক্রবার হারউইচ সমুদ্রবন্দর থেকে তাদের উদ্ধার করার পর বেশ কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১৫ জন শিশু ও দুজন গর্ভবতী নারীও ছিলেন। নেদারল্যান্ডস থেকে ট্রাকে করে কন্টেইনারগুলো সমুদ্রবন্দরটিতে আনা হয়েছিলো। দেশটির একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই পেটের পীড়া ও বুকের ব্যথায় ভুগছেন। এছাড়াও তাদের চোখেমুখে ভয়ের ছাপ ছিলো বলে জানানো হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩৫ জন আফগান, ২২ জন চীনা, একজন রাশিয়ান ও ১০ জন ভিয়েতনামের নাগরিক।