ইংলাকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দেশ ছাড়ার অনুমতি দেয়নি দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। গতকাল রোববার সরকারের মুখপাত্র সানসেরন কায়েউকুমনের্ড জানান, এ মাসের শেষ দিকে ইংলাকের বিরুদ্ধে কারা দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে। ওই সময় তিনি যেন আদালতে উপস্থিত থাকেন তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইংলাক সরকারের বিরুদ্ধে ব্যাংককের রাস্তায় প্রায় এক মাস ধরে আন্দোলন চলার পর গত বছর মে মাসে অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে দেশটির সেনাবাহিনী। গত সপ্তায় ইংলাককে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সাথে তার বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় সরকারের চাল ক্রয় প্রকল্পে অনিয়ম করার অভিযোগ আনা হয়। ১৯ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল সুপ্রিমকোর্টে এ সংক্রান্ত একটি তলবনামা পেশ করবেন। ইংলাক ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশে থাকার অনুমতি চেয়েছিলেন। ইংলাককে বিদেশে যেতে অনুমতি না দেয়ার ব্যাখ্যায় কায়েউকুমনের্ড বলেন, সন্দেহভাজনকে মামলার প্রথম কার্যদিবসে অবশ্যই আদালতে উপস্থিত থাকতে হবে নতুবা ওই মামলা এগিয়ে নেয়া সম্ভব হবে না। ওদিকে ইংলাকের আইনজীবী নোরাউইট লালেং বলেন, মামলার কার্যক্রম শুরু হওয়ার পর অন্তত প্রথম দু মাস ইংলাকের আদালতে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ এ সময় আইনজীবীরা মামলাটির খুঁটিনাটি বিচার বিবেচনা করবেন এবং মামলার বিচারক নির্বাচন করা হবে।