আ. লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সত্তরের মতো নির্বাচন করব : দুদু

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের বিরুদ্ধে সকল দল ঐক্যবদ্ধ হয়ে ১৯৭০ সালের মতো নির্বাচন করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে করিয়ে দিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু । বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দুদু বলেন, দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচন এই পর্যন্ত হয় নাই, আগামী দিনেও হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংবিধান দেখিয়ে লাভ নাই। সকল দল অংশগ্রহণ করতে পারে, সবাই নির্বিঘ্নে ভোটের প্রচার করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সরকারের তিন বছর পেরিয়ে যাওয়ায় এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। সম্প্রতি কয়েকটি জেলায় গিয়ে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

এর সমালোচনা করে দুদু বলেন, তিনি (প্রধানমন্ত্রী) ঢাকার বাইরে গিয়ে সমাবেশ করছেন এবং নৌকা মার্কায় ভোট চাইছেন। শুধু নৌকা মার্কায় ভোট চাওয়া যাবে, ধানের শীষে ভোট চাওয়া যাবে না, লাঙ্গলে ভোট চাওয়া যাবে না, অন্য প্রতীকে ভোট চাওয়া যাবে না… এটা তো কোনো রাজনীতি হতে পারে না। তারা এই রাজনীতি চালু করেছে। আমি শেখ হাসিনাকে বলবো, এমন সময় আসবে, রাজনীতির মেরুকরণে আপনি বাদে জাতীয় ঐক্য যেটা বোঝায়, সকল দল আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ১৯৭০ সালের মতো নির্বাচন করবে।