আলমডাঙ্গা হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ব ব্যাংক ও কানাডার অর্থায়নে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদফতরের স্টেপ প্রজেক্টের আওতাভুক্ত বৃহত্তর কুষ্টিয়ার একমাত্র বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট হারদীর মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস কম্পিটিশন ২০১৫ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নিয়ামত আলী, ওমর খৈয়াম, কামরুল ইসলাম সদু, ইন্সক্টেটর মনিরুজ্জামান মানিক, কম্পিউটার বিভাগের প্রধান তরিকুল ইসলাম, সিভিল বিভাগের প্রধান রেহানা পারভীন, ইলেক্টিক্যাল বিভাগের প্রধান শরিফুল ইসলাম, ইলেক্ট্রনিক্স বিভাগের প্রধান স্মৃতিকনা দাস, শিক্ষক শারমিন আক্তার, হাসিবুল ইসলাম ইয়ামিন আলী, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, জামাল উদ্দিন, অমিত কুমার, সুজন প্রসাদ সাহা, আশরাফুল আলম, জাকির হোসেন, খুরশিদ, সুজন মিয়া প্রমুখ।

ছবিঃ ফিতা কেটে মেলা উদ্ভোধন করছে   নুরুল ইসলাম।