আলমডাঙ্গা স্কাউট ও আলাউদ্দিন পাঠাগারের যৌথ উদ্যোগ গৌরব প্রতীক অর্জনকারীদের সংবর্ধনা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলা স্কাউটের পক্ষ থেকে ৯ম বাংলাদেশ ও ১ম সানসো স্কাউট জাম্বরী-২০১৪ই যোগ দিয়ে গৌরব প্রতীক অর্জনকারীদের সংবর্ধিত করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আলমডাঙ্গা উপজেলা স্কাউট এবং একই অনুষ্ঠানে আলাউদ্দিন পাঠাগারের পক্ষ থেকেও গৌরব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলার সভাপতি মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেনবহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলার সম্পাদক রবিউল ইসলাম খান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহসভাপতি বাংলাদেশ স্কাউটের ইয়াকুব আলী মাস্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শামসুজ্জোহা,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্কাউটসের কমিশনার রেফাউল হক, আলাউদ্দিন পাঠাগারের পরিচালক গোলাম রহমাস,প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, খুলনা অঞ্চলের সহকারী লিডার আব্দুল হান্নান। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটসের কোষাধ্যক্ষ রহমতুল্লার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেনস্কাউটসের সদস্য মোল্লা ফেরদৌস আলম, সাগরিকা খাতুন, স্কাউটস লিডার আতিয়ার রহমান, বেলাল হোসেন, মানোয়ার হোসেনসহ উপজেলার স্কাউটসের সদস্য, শিক্ষক ও ছাত্ররা। আলমডাঙ্গা উপজেলা থেকে দুটি স্কুল ৯ম বাংলাদেশ ও ১ম সানসো স্কাউট জাম্বরী ২০১৪ই অংশগ্রহণ করে আলমডাঙ্গা পাইলট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় গৌরব প্রতীক অর্জন করে।