আলমডাঙ্গা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল হাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল হাই বল্টুর আজ ৫ম মৃত্যুবার্ষিকী। বল্টু হত্যার দীর্ঘ ৫ বছর পার হলেও বিচার পায়নি তার অসহায় পরিবার। মামলার ৩ তদন্তকারী অফিসার বদল হলেও ১৬ এজাহার নামীয় আসামির মধ্যে ৫ বছরে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘুরে বেড়ানো ৪ আসামিকে পলাতক দেখিয়ে দেয়া হয়েছে চার্জশিট।
জানা গেছে, আলমডাঙ্গার মিয়াপাড়া-ক্যানেলপাড়ার আব্দুল বারির বড় ছেলে আব্দুল হাই বল্টু পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন। আব্দুল হাই বল্টু গত ৫ বছর পূর্বে ২০১২ সালের ২৭ অক্টোবর ঈদের আগের দিন বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা হাজি মোড়ের কাছে দুর্বৃত্তরা তাকে রামদা, চাপাতি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। বল্টুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউনাইটেড ও পরে একতা ক্লিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরদিন শনিবার অর্থাৎ ঈদের দিন বেলা ৩টার দিকে বল্টু মারা যান।