আলমডাঙ্গা ব্র্যাক ব্যাংকের চেক জালিয়াতি মামলার আসামি সেলিনুরের ১ বছরের জেল-জরিমানা

 

স্টাফ রির্পোটার: ব্র্যাক ব্যাংকের চেক জালিয়াতি মামলার আসামি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসার গোলাম মস্তফা সেলিনুরের ১ বছরের জেল ও জরিমানা হয়েছে। চুয়াডাঙ্গা যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর থানার হালসা ইউনিয়নের ভেদামারী গ্রামের আহম্মেদের ছেলে টিনা গত ২০০৯ সালের ২২ নভেম্বর ২ লাখ ২২ হাজার ৪২৪ টাকা ব্র্যাক ব্যাংক ইউনিট লিমিটেড আলমডাঙ্গা শাখা থেকে ঋণ গ্রহণ করে। ঋণের টাকা দিতে বিভিন্ন ছলচাতুরি করলে ব্র্যাক ব্যাংক কতৃপক্ষকে আসামি ২ লাখ ১০ হাজার ৩১৫ টাকার চেক প্রদান করে। গত ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আদালতে চেক জালিয়াতি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। গত বুধবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুর রহিম চেক জালিয়াতি মামলার আসামি গোলাম মোস্তাফা সেলিনুরের ১ বছরের জেল ও জরিমানার রায় ঘোষণা করেন।