আলমডাঙ্গা প্রেসক্লাবের অভিষেক ও শপথবাক্য অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক- পেশাগত মর্যাদার প্রতি যতœবান হতে হবে

আলমডাঙ্গা ব্যুরো: আনন্দঘন ও প্রাণবন্ত আনুষ্ঠানিকতায় আলমডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
এ সময় বক্তব্যে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, আপনাদের (সাংবাদিকদের) আরও বেশি সময় সচেতন হতে হবে। পেশাগত মর্যাদার প্রতি যতœবান হতে হবে। নিজেদের মর্যাদা নষ্ট হয় এমন কর্মকা- পরিহার করতে হবে। নতুন কমিটি এলাকার উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রতি ব্যক্ত করেন তিনি।
আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান অরুণ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাংবাদিক শাহ আলম সনি, শওকত মাহমুদ, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, নির্বাচন কর্মকর্তা আবু আনছার, নাট্য ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু।
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি জামসিদুল হক মুনি। বক্তব্য রাখেন রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, জামিরুল ইসলাম, শরিফুল ইসলাম, অনিক সাইফুল, জাহাঙ্গীর আলম, কেএ মান্নান, আতিক বিশ্বাস, আশরাফুল হক, আবুল কাশেম টুকু, আতিকুর রহমান ফরায়েজী, মৌলবী আবুল কাশেম, আনোয়ার হোসেন, শেখ শফি উজ্জামান, মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী ম-ল, রুনু খন্দকার, সাজ্জাদুল ইসলাম স্বপন, কাউরুল মামুন, প্রশান্ত অধিকারী, গোলাম রহমান চৌধুরী, সৈয়দ সাজেদুল হক মুনি। এছাড়াও পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী অফিসার আনোয়ার হোসেন, ৮নং পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন মিয়া, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল খালেক, আলহাজ্ব এনামুল হক প্রমুখ।