আলমডাঙ্গা পৌর এলাকার ৪টি পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর এলাকাসহ ৪টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গায় পৌঁছান। তিনি প্রথমে স্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, কালিদাসপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির ও কলেজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে আলাপ করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুন্ডু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিমাই রায়, রথতলা মন্দির কমিটির সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক বিদ্যুত কুমার সাহা, সমীর কুমার দে, বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচার্য্য, মদন সাহা, মিলন দাস, কালিদাসপুর পূজা মন্দির কমিটির সভাপতি সুশীল ভৌতিকা, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ দত্ত, স্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুবেন্দ্র সিংহ রায়, সাধারণ সম্পাদক বিধান ব্যাধ, কলেজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ, প্রমুখ।