আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসবের আর মাত্র ১ দিন বাকি। প্রাণের উৎসব উদযাপনের সমস্ত আয়োজন শেষ প্রায়।
আর মাত্র ১ দিন বাদে ২২ জানুয়ারি শুরু হবে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপনের মাহেন্দ্রক্ষণ। টানা ২ দিনব্যাপী চলবে এ উত্তুঙ্গ আনন্দ যাপনের ফল্গুধারা। শুধু বিদ্যালয় নয়, আনন্দে মাতোয়ারা আলমডাঙ্গাবাসী। প্রাণের উৎসবের আমেজ এখন আলমডাঙ্গার আকাশে-বাতাসে। এ উৎসবের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে ব্যতিব্যস্ত সংশ্লিষ্ট কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-পরিচালনা কমিটি। এতোবড় আয়োজন আলমডাঙ্গায় অভূতপূর্ব। কর্তৃপক্ষকে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে সকল দিক সামলাতে। তারপরও সকল আয়োজন সম্পন্ন প্রায়। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। আর হবেই বা না কেন? আলমডাঙ্গা অঞ্চলের সর্বাধিক পুরাতন এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রজন্মের পর প্রজন্মব্যাপী শিক্ষার দেয়ালি জ্বালিয়েছে ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে। এখনও এলাকার সবচেয়ে বড় প্রজ্ঞালোকদীপ্ত বাতিঘর।
১ম দিনের আনন্দ আয়োজন উদ্বোধন করবেন হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিক আওরঙ্গজেব মোল্লা টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত সচিব আবুল কাশেম, জেলা প্রশাসকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ দিন ২য় পর্বে রাখা হয়েছে প্রাক্তন ছাত্রদের পরিবারের সদস্যদের খেলাধুলা। ২য় দিনে চলবে প্রিয় বিদ্যালয়কে ঘিরে, সোনালী কৈশোরকে ঘিরে স্মৃতি রোমস্থন। এ দিন ২য় পর্বে দেয়া হবে সম্মাননা। দেশে-বিদেশে অবস্থানকারী এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীরা শেকড়ের টানে এ উৎসবে যোগ দিতে ইতোমধ্যেই আলমডাঙ্গা ও আশপাশের গ্রামে উপস্থিত হতে শুরু করেছেন।