আলমডাঙ্গা পাঁচকমলাপুর গ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা পাঁচকমলাপুর গ্রামের হাবিবুর রহমানের পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ করা হয়েছে একই গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে। গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে হাবিবুর রহমান ও শামসুল আলমের ছেলে আব্দুর রহিম পাশাপাশি পুকুরে মাছ চাষ করেন। দুই পুকুরের মাঝে পাড় ভেঙে যাওয়ায় পুকুরের মাঝে বাঁশের বেড়া ও নেট জাল ব্যবহার করে আলাদাভাবে মাছ চাষ করতেন।
হাবিবুর রহমান অভিযোগে জানিয়েছেন, গত বুধবার রাতের কোন এক সময় একই গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুর রহিম তার পুকুরে বিষ দিয়ে প্রায় ২ লাখ টাকার মাছ তছরুপ করেছেন। গ্রামের সাধারণ মানুষ ও হাবিবুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন আগে আব্দুর রহিম তার পুকুরের সব মাছ ধরে বিক্রি করেছেন। কিন্তু কোন কিছু না জানিয়ে রহিম গোপনে বিষ দেয়ায় হাবিবুরের পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপরে ভেসে ওঠে। এই ক্ষতি পুরণের জন্য হাবিবুর রহমান আব্দুর রহিমের বিরুদ্ধে মেম্বার-চেয়ারম্যান ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।