আলমডাঙ্গা পশুহাট রাধিকাগঞ্জ এলাকার মাদক সম্রাট আফফান ইয়াবাসহ আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। গতপরশু আলমডাঙ্গা পশুহাট রাধিকাগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক স¤্রাট ও অজ্ঞান পার্টির হোতা আফফানকে আটক করেছে। আটকের পর তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার ওসমানপুর গ্রামের সরকারপাড়ার কিয়ামত মিস্ত্রির ছেলে মাদক সম্রাট আফফান (৪৭) বর্তমানে আলমডাঙ্গা পৌর পশুহাট রাধিকাগঞ্জ এলাকায় বসবাস করে। আফফান দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিলো। আফফানের বিরুদ্ধে আলমডাঙ্গা পশুহাটে কোরবানির সময় খাবারের হোটেল দিয়ে খাবারের সাথে ক্লোরোফ্লোরো কার্বন মিশিয়ে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে টাকা লুটে নেয়ার অভিযোগ আছে। সে রাধিকাগঞ্জসহ পৌর এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন যোগদানের পর উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করলেও আফফান কৌশলে ব্যবসা করে যাচ্ছিলো। গতপরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই একরামুল হোসাইন, এএসআই সাইফুল ও এএসআই নাজমুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পশুহাট এলাকা থেকে মাদক সম্রাট আফফানকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।