আলমডাঙ্গা ডিগ্রি কলেজে অনার্স কোর্স ও অনার্স বিল্ডিং উদ্বোধন অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

মানুষের ধন-সম্পদ নষ্ট হয়ে যেতে পারে : কিন্তু শিক্ষা ধ্বংস হবে না

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজে আনুষ্ঠানিকভাবে অনার্স কোর্স ও অনার্স বিল্ডিং উদ্বোধন করেছেন হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষের ধন-সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা ধ্বংস হবে না। তোমরা শিক্ষিত হয়ে পৃথিবীর যে প্রান্তেই যাও, সেখানেই চাকরি পাবে। স্কুল-কলেজে কোচিং ব্যবসা কাম্য নয়। স্কুল-কলেজে একজন শিক্ষক যদি ক্লাসে সঠিকভাবে পাঠদান করেন, তাহলে কোচিঙের প্রয়োজন হয় না। যদি কোচিং করেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতো, প্রকৃত শিক্ষিত হতে পারতো তাহলে আর স্কুল-কলেজের প্রয়োজন হতো না। আমাদের ছেলেমেয়েরা বাইরে না গিয়ে বাড়িতে থেকেই যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য আলমডাঙ্গা ডিগ্রি কলেজে দুটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হলো। ক্রমে অন্য সকল বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হবে। তিনি আরও বলেন, এলাকার শিক্ষার্থীরা যাতে বাড়িতে অবস্থান করেই উচ্চশিক্ষা লাভ করতে পারে সেজন্য চুয়াডাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।

গতকাল বুধবার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অনার্স ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মজিবর রহমান, হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক আবু হাসান বাচ্চু। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নূর ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, শেখ আবু জাফর, আ. সাত্তার তলফদার, জাইদুল আলম, ইলিয়াস হোসেন সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ওল্টু, বিল্লাল মেম্বার, রুহুল আমীন, খবির, নাহিদ আনিস, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সাইফুর রহমান পিন্টু, ফারুক, বুলবুল, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা শাহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তামিম, প্রচার সম্পাদক জাইদুল, শিক্ষাবিষয়ক মহর আলী, ছাত্রলীগ নেতা কাফি, রুবেল, রনি, হাসান, ইছানুর, পিয়াস, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাসান, মনিরুজ্জামান, মাকসুদুর রহমান, মহাসীন আলী, লিটন, মহিতুর রহমান, ড. মাহবুব রহমান, মিঠু, হাবিবুর রহমান, রাশেদুল মোমীন, মোনায়েম হোসেন, আলম হোসেন, মাহফুজুর রহমান, তাপস রশিদ, নাসরিন আশরাফীসহ অনার্স নবাগত সকল ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারীবৃন্দ।