আলমডাঙ্গা কালিদাসপুর রেলগেটের স্টুডিওতে চুরি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর রেলগেটের মাজেদা টেলিকম অ্যান্ড ডিজিটাল স্টুডিওতে চুরি করেছে সুযোগ সন্ধানী চোরচক্র। গতপরশু শুক্রবার রাতে দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে দেড় লক্ষাধিক টাকার মোবাইল, কম্পিউটার, ও মোবাইলের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর রেলগেটের মাজারুল হকের মাজেদা টেলিকম অ্যান্ড ডিজিটাল স্টুডিও’র ব্যবসা আছে। মাজারুল ওই দোকানে বিভিন্ন কোম্পানির বাটন মোবাইল, ব্যাটারি, চার্জার বিক্রি করে। প্রতিদিনের ন্যায় গতপরশু শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। গতকাল শনিবার সকালে দোকান খুলে দেখতে পান তার দোকানে মোবাইল, ব্যাটারি, কম্পিউটার ও ট্যাব নেই। পরে দোকানের পেছনে গিয়ে দেখেন চালের টিন কেটে রাতে সুযোগ সন্ধানী চোরচক্র ভেতরে প্রবেশ করে সব চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক মাজারুল হক জানান, তার প্রায় ৭০টি বাটন মোবাইল, প্রায় দেড়শ’ ব্যাটারি, একটি কম্পিউটার, একটি ট্যাব ও কিছু রিচার্জ কার্ড চুরি হয়েছে।