আলমডাঙ্গা ও গংনীতে রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা

 

 

আলমডাঙ্গা ব্যুরো: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩ তম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গার সাহিত্য পরিষদ এক আলেচনা সভার আয়োজন করে। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য অনুরাগী সরদার আলী হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সংগঠক ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের সম্পাদক আফম সিরাজ সামজীর উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বেতার শিল্পী আতিয়ার রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরী,আসিফ জাহান,আনোয়ারুল ইসালম সাগর, পিন্টু রহমান, আতিকুর রহমান ফরায়েজী,মোস্তাফিজ ফরায়েজী জেরি প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার মধ্যদিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম মহাপ্রয়াণ দিবস পালন করেছে মেহেরপুর গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীতে রবীন্দ্র ভক্ত সংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। রবিন্দ্রনাথের সৃষ্টিকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও ছড়াকার রফিকুর রশিদ রিজভী। রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রশিদ, সালাউদ্দীন, সৈয়দ জাকির হুসাইন, গাংনী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম, শিক্ষক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ রতন সরকার, আজিজুল হক রানু, সেলিম আহম্মেদ, মাহবুবা আক্তার বিউটি, জন এস বিশ্বাস, লাজ ও রিনা।