আলমডাঙ্গা আসাননগর গ্রামে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ দোকানিকে চাকু মেরে রক্তাক্ত জখম

আলমডাঙ্গা ব্যুরো: বৃদ্ধ দোকানিকে চাকু মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আসাননগর গ্রামের ঘরজামাই বাবলু, বাবলুর কুটুম কালাম ও শান্তর বিরুদ্ধে। জানা গেছে, আসাননগর গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল জলিল মুদি দোকানি। একই গ্রামের মৃত ইয়াদ আলীর জামাই বাবলু বৃদ্ধ আব্দুল জলিলের দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করতো। মালামালের দাম বাবদ বাবলুর নিকট দোকানির ৬শ’ টাকা পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরে বৃদ্ধ দোকানি ঘরজামাই বাবলুর নিকট পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে আসছিলো। সম্প্রতি এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে তাদের হাতাহাতি হয়। সে সময় বাবলু বালতির ওপর পড়ে আহত হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে সালিশ হয়। সালিশে বৃদ্ধ দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সালিশের সিদ্ধান্ত মেনে নেন বৃদ্ধ দোকানি। পরদিন সকালে বৃদ্ধ আব্দুল জলিল দোকানে যাচ্ছিলেন। সে সময় রাস্তায় আগে থেকেই অপেক্ষা করছিলো ঘরজামাই বাবলু, বাবলুর কুটুম কালাম ও একই গ্রামের শওকত আলীর ছেলে শান্ত। তারা চাকু মেরে বৃদ্ধ দোকানিকে রক্তাক্ত জখম করে। বৃদ্ধকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহত বৃদ্ধের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।