আলমডাঙ্গায় ২ সন্তানের জননীকে উত্ত্যাক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

???????????????????????????????

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ সন্তানের জননীকে উত্ত্যাক্ত করার অপরাধে মারজুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আলমডাঙ্গা আসমানখালী মোছাইনগরের মারজুল ইসলাম  কয়েকদিন ধরে একই গ্রামের ২ সন্তানের জননী আঞ্জুমান আরাকে  উত্ত্যাক্ত করে আসছিলো। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার আসমানখালী মোছাইনগরের ২ সন্তানের জননীর ১৫ বছর আগে একই গ্রামের বিয়ে হয়। বিয়ের কয়েক বছরের মধ্যে তাদের সংসারে একটি ছেলে একটি মেয়ে আসে। তাদের সংসারে ভালো মতোই চলছিলো। ২ সন্তানের জননীর ওপর কুনজর দেয় একই গ্রামের আজিজুলের ছেলে মারজুল ইসলাম (২৮)। তার মোবাইলফোন নম্বর সংগ্রহ করে মারজুল ইসলাম কুপ্রস্তাব দিতে থাকে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ সন্তানের বাড়িতে মারজুলের দুই বন্ধু মুতাহারের ছেলে মুকুল ও হোসেনের ছেলে মতিনকে সাথে করে রাতে ঢিল ছুরতে থাকে। তাদের অত্যাচারে সংসারে অশান্তির সৃষ্ঠি হয় দুই সন্তানের জননীর। গতকাল উপজেলা নির্বাহী অফিসার  আজাদ জাহান ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের কাছে অভিযোগ করেন ও জননী। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের আদেশে পুলিশ মারজুলকে আটক করলেও তার বন্ধুরা পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মারজুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই আফজাল ও এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।