আলমডাঙ্গায় সিরাজ সামজী বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের বই মেলা সম্পন্ন

ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গার সিরাজনগরে সিরাজ সামজী বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলা আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে। ২দিনব্যাপি বই মেলার সমাপনী দিনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ডা. আলম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ, ডা. রাশেদ আহম্মেদ, কবি মকলেছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সম্পাদক ও সিরাজ সামজী বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয় বেসরকারি আর্ন্তজাতিক মাতৃভাষা গবেষণাগার সাহিত্য নিকেতন বিশ্ব মরমী মিলন কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা আ.ফ.ম সিরাজ সামজী। প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জামিরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক খন্দকার হামিদুল ইসলাম আজম, হৃদয় নিকেতন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রওশন আরা লাকী, প্রেসক্লাব অর্থ সম্পাদক মামুন কাইরুল, কবি কহন কুদ্দুস, আতিকুর রহমান সজিব, সিরাজনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, শিক্ষক নুর জাহান, রোমানা আক্তার, চন্দ্রনা রানি, হাবিবুর রহমান শিলন, ইমাদুল হক, শেফালী, লিজা খাতুন প্রমুখ।