আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে ও এক মাদকব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড আনন্দধাম ব্রিজ মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মৃত লুৎফর আলীর ছেলে আক্তার আলী, একই গ্রামের লিয়াকত আলীর ছেলে সালাম, কুষ্টিয়া কবুরহাট গ্রামের ইছাহক আলীর ছেলে রেজাউল করিম, কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের ফকরউদ্দিনের ছেলে মোজাম ম-ল দীর্ঘদিন ধরে বাদেমাজু গ্রামে জুয়া খেলে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের ৪জনকে আটক করে। এছাড়াও উপজেলার হুচুকপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাদকব্যবসায়ী মনির উদ্দিন দীর্ঘদিন ধরে গাঁজাব্যবসা করে। উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে গোকুলখালী ক্যাম্প পুলিশকে নির্দেশ দিয়ে মনিরকে আটক করা হয়। পরে আলমডাঙ্গা আনন্দধাম ব্রিজ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়া খেলার অপরাধে মোজাম, রেজাউল, আক্তার আলী ও আব্দুস সালামকে ২শ’ টাকা করে মোট ৮শ’ টাকা এবং মনির হোসেনকে মাদকব্যবসার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত ও এএসআই হামিদুল উপস্থিত ছিলেন।