আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা অঞ্চলের সবচে’ বড় জুয়ার আসর বসে হাটবোয়ালিয়ার হাসপাতালের পেছনের বাঁশবাগানে। ওই জুয়ার বোর্ডে প্রতিবার ৫০-৬০ হাজার করে টাকা উঠে। বিভিন্ন এলাকা থেকে এ জুয়ার ডেরায় জুয়াড়ি ভিড় করে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমানের সহয়তায় জুয়ার ডেরায় অভিযান চালায়। সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও পুলিশ জুয়াবোর্ড থেকে পার্শ্ববর্তী ৪ জুয়াড়িকে আটক করে। এরা হলো- হাঁটুভাঙ্গা গ্রামের মৃত কাদের আলীর ছেলে জবেদ আলী (৪৫), মৃত সাপ্পের আলীর ছেলে আলমগীর (৪৫), রুহুল আমিনের ছেলে ইব্রাহিম (৩৫) ও মৃত চাঁদ আলীর ছেলে ইমরান আলী (৩৫)। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমরান আলী ও ইব্রাহিমকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জবেদ আলী ও আলমগীরকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।