আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দু ছিচকে চোরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে আলিফ উদ্দিন রোডের এক বাড়িতে চুরির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

জানা গেছে, আলমডাঙ্গার আলিফ উদ্দিন রোডের মৃত হায়দার আলীর ছেলে শাহিন ও আজগরের বাড়ির ভেতরে কয়েকজন চোর প্রবেশ করে। শাহিনের পাশের ঘরে বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দিয়ে তার ঘরে ধাক্কা দেয়। শাহিন টের পেয়ে তার বড় ভাই আজগর আলীর কাছে মোবাইল করে বলেন, বাড়ির ভেতরে কিছু লোক প্রবেশ করেছে। শাহিন ঘর খুলে চোরের হাতে একটি বটি দেখতে পেয়ে চিৎকার করলে শাহিনের ভাই আজগার আলীসহ স্থানীয় লোকজন ছুটে এসে ফরিদপুর দুয়ারপাড়ার সেলিম উদ্দিনের ছেলে সোহেল রানা (১৫) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মামুনকে (১৬) ধরে বাজারে ডিউটিরত আলমডাঙ্গা থানার অফিসার এএসআই মেজবার হাতে তাদের তুলে দেন। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই দুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।